

বর্তমান বাজারে প্রচুর লেখক আর প্রচুর বইয়ের ছড়াছড়ি, তো কোন রেখে কোনটা পড়বেন আপনাকে সিদ্ধান্ত নিতে হবে ভেবে চিন্তেই, সেক্ষেত্রে অভিজ্ঞ এবং প্রফেশনাল কারো লেখা বই পড়া অবশ্যই ওয়েব ভিত্তিক প্রফেশনে আসার প্রথম ধাপ।
তো শাওন খুবই পরিচিত বাংলা টেক ব্লগিও জগতে, তার নিজেরই অনেক বাস্তব প্রজেক্ট করার অভিজ্ঞতা থেকে বইটি লেথা, আমি বইটির কাম রিলিজ কপি পড়তে পেরে আনন্দিত। তার বইতে সে খুব সুন্দর ভাবেই খুব সুন্দর ও শাবলিল আকারে ছবি সহ বিস্তারিত লিখছে,যেটা পড়ে খুব সহজেই ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট জগতের প্রথম ধাপ পাড়ি দেওয়া সহজ হবে।